ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৯:৫৭ পিএম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদ অভিযান
বন্যা নিয়ন্ত্রণ বাধের জন্য অধিগ্রহনকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৬ মে) সকাল ১০ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজনদের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাধের জন্য অধিগ্রহনকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণ এর লক্ষ্যে দ্বিতীয় দিনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
বন্যা নিয়ন্ত্রণ বাধের চেইনেজ কিমি ০.৫০ (আব্দুল্লাহপুর মাছ বাজার) হতে কিমি ৮.৫০ (পঞ্চবটি) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ চলাকালীন এনডিই রেডিমিক্স প্লান্ট, তানভীর কনস্ট্রাকশন, তমা কনস্ট্রাকশন, সারমানো ফিলিং স্টেশন, শারমিন গ্রুপ, আকিজ রেডিমিক্স, এক্সপার্ট কার ওয়াশ, উত্তরা ইউনিভার্সিটি ও BGMEA ইউনিভার্সিটি সংলগ্ন অবৈধ স্থাপনা, নাভানা এলপিজি রিফুয়েলিং সেন্টার, আব্দুল্লাহপুর মাছ বাজারসহ অন্যান্য অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় প্রায় ১৭০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। বিকাল সোয়া ৫ টায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শেষ করা হয়। পরবর্তী দিনে যথারীতি উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করা হবে
ভোরের আকাশ/জাআ