নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ০৯:১০ এএম
‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য ৫ নির্দেশনা আহমাদুল্লাহর
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে ৫ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ওই গণজমায়েতে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সবার উদ্দেশ্যে পাঁচটি নির্দেশনা দেন তিনি।
১. অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবী মনোভাব রাখব এবং দায়িত্ব নিয়ে তা পালন করব।
২. আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিষ্কার রাখব এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনব। সেই সাথে মেডিক্যাল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিক্যাল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব।
৩. যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।
৪. কোনো দল বা গোষ্ঠীর প্রতীক নয়, কেবল সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ব্যবহার করে সংহতি প্রকাশ করব।
৫. দুষ্কৃতিকারীদের প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেব এবং সহিংসতা থেকে দূরে থাকব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।
শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফরমের ডাকা এ কর্মসূচি।
ভোরের আকাশ/এসএইচ