নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০২:৫১ পিএম
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করার পর ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়।
শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।
শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।
ভোরের আকাশ/এসএইচ