নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৭:৩৫ এএম
জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে আয়োজিত 'ফিউচার অব এশিয়া' সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনাও হবে তার সফরের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৯ ও ৩০ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। সম্মেলনের পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর হিসেবেও বিবেচিত হচ্ছে।
এই সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে এবং স্বল্প সুদে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের এক লাখ দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এছাড়া, মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পে বিনিয়োগ ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে বৈঠকও রয়েছে সফরসূচিতে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও জাপানের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনায় বসবে দুই পক্ষ।
ভোরের আকাশ//হ.র