নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ০২:৩২ পিএম
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হবে।
এতে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এ সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারকরা আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশলগত করণীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ