ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫ ০৫:১১ পিএম
স্ত্রী-কন্যাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্ত্রী-কন্যাসহ আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।
বুধবার (২১ মে) দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
অবরুদ্ধ ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আব্দুর রাজ্জাকের নামে ৪টি ব্যাংকে হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর ৪টি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে উক্ত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হতে পারে। তাই উক্ত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
ভোরের আকাশ/জাআ