নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১০:৩২ এএম
লোড শেডিং হলে ঢাকায় আগে হবে: জ্বালানি উপদেষ্টা
এবার গরমের মধ্যে লোড শেডিং হলে আগে ঢাকায় হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে চাহিদা স্বাভাবিকভাবে বাড়ে। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু অনেকে সেটা করছেন না। জনগণকে সচেতন হতে হবে।
তিনি বলেন, দুই কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। এর প্রথমটি হলো- উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়া। এটিকে লোডশেডিং বলে। আর দ্বিতীয়টি হলো, ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে ফিউজ চলে যায় বা ট্রান্সফরমার নষ্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া। এটিকে বিদ্যুৎ বিভ্রাট বলে।
তিনি আরো বলেন, গরমে রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। কেবল গ্রামে লোডশেডিং হবে এমনটা হয়। ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে। এরপর হবে অন্য জায়গায়।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ