আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০১:২০ এএম
ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ ঘোষণা, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো স্পেন
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে সরাসরি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (১৫ মে) মাদ্রিদে পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।
কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না—একেবারেই না। ইসরায়েলের সঙ্গে আমাদের আর কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না।”
এর আগেও গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সানচেজ, তবে এবারই প্রথম তিনি সরাসরি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করলেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং ইউরোপীয় অবস্থানে নতুন মাত্রা যোগ করলো।
স্পেনের বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ দল আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিল। দলের নেত্রী ও দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ একাধিকবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সানচেজের সর্বশেষ বক্তব্যে স্পেন-ইসরায়েল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
ভোরের আকাশ//হ.র