× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনা, তিন শিপইয়ার্ড কর্মকর্তা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:৩৫ এএম

উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনা, তিন শিপইয়ার্ড কর্মকর্তা গ্রেপ্তার

উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনা, তিন শিপইয়ার্ড কর্মকর্তা গ্রেপ্তার

উত্তর কোরিয়ায় একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য তিনজন শিপইয়ার্ড কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৫ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

গত বৃহস্পতিবার (২২ মে) আনুষ্ঠানিক উদ্বোধনের সময় পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটির তলদেশ আংশিকভাবে ভেঙে পড়ে, ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

তিনি ঘটনাটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন এবং তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন উত্তর চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী, নির্মাণ প্রধান এবং একজন প্রশাসনিক ব্যবস্থাপক। যুদ্ধজাহাজটি ওই শিপইয়ার্ডেই তৈরি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এই তিন কর্মকর্তা যুদ্ধজাহাজ নির্মাণে গুরুতর অবহেলার জন্য দায়ী। এর আগে শুক্রবার কেসিএনএ জানায়, শিপইয়ার্ড ব্যবস্থাপক হং কিল হো-কে তদন্তের অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তলব করেছে।

স্যাটেলাইট থেকে ধারণ করা চিত্রে দেখা যায়, দুর্ঘটনার পর যুদ্ধজাহাজটি নীল টারপলিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জাহাজটির কিছু অংশ স্থলে অবস্থান করছে।

ঘটনার পর কিম জং উন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনা সম্পূর্ণরূপে অসাবধানতা, দায়িত্বহীনতা এবং অবৈজ্ঞানিক চিন্তার ফলাফল। এক মুহূর্তেই আমাদের জাতির মর্যাদা ও গর্ব ক্ষুণ্ণ হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, তাদের আগামী মাসের পূর্ণাঙ্গ পার্টি সভায় জবাবদিহি করতে হবে।”

যদিও এখনো গ্রেপ্তার ব্যক্তিদের কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা পরিষ্কার নয়, তবে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড খারাপ হওয়ায় তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, সামরিক দুর্ঘটনার তথ্য সাধারণত প্রকাশ করে না পিয়ংইয়ং। তবে সম্প্রতি পশ্চিম উপকূলে নতুন যুদ্ধজাহাজ মোতায়েনকে ঘিরে প্রচার চালাচ্ছিল দেশটি। ওই জাহাজ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে জানানো হয়েছিল।

কিম জং উন এই যুদ্ধজাহাজকে নৌবাহিনী আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ঘোষণা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের শুরুতে মোতায়েন করা হবে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সেই অগ্রগতির বাস্তবতা।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 লাইফস্টাইল

লাইফস্টাইল

 অনলাইন পেজের প্রতারণার ফাঁদে অর্থ খোয়াচ্ছে শত শত মানুষ

অনলাইন পেজের প্রতারণার ফাঁদে অর্থ খোয়াচ্ছে শত শত মানুষ

 মানিকগঞ্জ সদরপুর গ্রামে গভীর রাতে কালীমন্দিরে আগুন

মানিকগঞ্জ সদরপুর গ্রামে গভীর রাতে কালীমন্দিরে আগুন

 মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

 যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্যসহ গ্রেফতার ২

যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্যসহ গ্রেফতার ২

 বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

 অগ্রণী ব্যাংকের সাথে ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডরদের চুক্তি স্বাক্ষর

অগ্রণী ব্যাংকের সাথে ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডরদের চুক্তি স্বাক্ষর

 আইএফআইসি ব্যাংকের আয়োজনে কর্মশালা

আইএফআইসি ব্যাংকের আয়োজনে কর্মশালা

 বেবিচক ফাউন্ডেশনে দুই কোর্সের সনদ বিতরণ

বেবিচক ফাউন্ডেশনে দুই কোর্সের সনদ বিতরণ

 হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

সংশ্লিষ্ট

ভারতে আবারও করোনার হানা

ভারতে আবারও করোনার হানা

"দ. কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা"

"দ. কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা"

ইউক্রেনে নতুন হামলার প্রস্তুতিতে রাশিয়া: জেলেনস্কির দাবি

ইউক্রেনে নতুন হামলার প্রস্তুতিতে রাশিয়া: জেলেনস্কির দাবি

দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের