আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ১২:৩২ এএম
ট্রাম্পের শান্তির ভাষণ ভণ্ডামি: খামেনির তীব্র সমালোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরানবিষয়ক বক্তব্যকে 'ভণ্ডামিপূর্ণ' বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “ট্রাম্প মুখে শান্তির কথা বলেন, অথচ তার দেশই গাজায় শিশু হত্যায় ব্যবহৃত বোমা সরবরাহ করে। তার মুখে মধু, অন্তরে বিষ।”
শুক্রবার (১৬ মে) তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ট্রাম্পের বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেটি ‘বক্তার জন্যই লজ্জার’ বিষয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান মার্কিন প্রস্তাব না মানলে খারাপ কিছু ঘটতে পারে।”
জবাবে খামেনি বলেন, “এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ ইসরায়েল, যা একদিন নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ।”
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ট্রাম্পের শান্তির বার্তাকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “একদিকে শান্তির কথা, অন্যদিকে যুদ্ধের হুমকি—কোনটা সত্য?” তিনি জানান, ইরান আলোচনায় আগ্রহী, তবে হুমকিতে নত হবে না।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি। তার দাবি, ওয়াশিংটন বারবার শর্ত পাল্টে আলোচনাকে দীর্ঘায়িত করছে।
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার চতুর্থ দফা শেষ হয়েছে সম্প্রতি। তবে দুই পক্ষের মধ্যে অনাস্থা আরও বেড়েছে বলে আভাস মিলছে।
ভোরের আকাশ//হ.র