আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১১:৩২ পিএম
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, এ সপ্তাহের শেষ দিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এর আগে আমি ক্রাউন প্রিন্সের সঙ্গে এবং গতকাল প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তাদের অনুরোধে আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি, যেন তারা উন্নতি করতে পারে।”
তিনি বলেন, “এই নিষেধাজ্ঞাগুলো অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন সময় সিরীয় জনগণের উন্নয়নের সুযোগ দেওয়ার। আমি তাদের বলব, ‘গুড লাক, সিরিয়া’। সৌদি যা করেছে, সিরিয়াও যেন তেমন কিছু করে দেখাতে পারে।”
ট্রাম্প আরও জানান, আগামীকাল সৌদি আরবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম লন্ডন টাইমস দাবি করেছে, এই বৈঠকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা হতে পারে। আলোচনার সম্ভাব্য ভিত্তি হিসেবে আব্রাহাম চুক্তির রূপরেখাও তুলে ধরার কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে, যদিও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
ভোরের আকাশ/হ.র