আন্তর্জাতিকে ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১০:১৫ পিএম
আসামে ৫০ বাংলাদেশি আটকের দাবি রাজ্য পুলিশের
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন কে গ্রেফতার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।
আটককৃতদের বর্তমানে রাজধানী দিসপুর সংলগ্ন রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। তবে আটককৃতদের পরিবার দাবি করেছে যে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। তবে যাচাই না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখা হবে। এই অভিযানটি কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও অপসারণ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (২৪ মে) আসামের মরিগাঁও জেলায় আলাদা অভিযানে আরও ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাইকে ফরেনার্স ট্রাইব্যুনাল আগে থেকেই বিদেশি নাগরিক ঘোষণা করেছিল। এরা এতদিন গ্রেফতার এড়াতে পলাতক ছিলো বলে দাবি করা হয়েছে।
বর্তমানে তাদের গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক ফর্মালিটিজ শেষের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, বলেছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘোষিত বিদেশিদের যাচাই-বাছাই শেষে গোয়ালপাড়ার ডিটেনশন সেন্টারে পাঠানো হবে, যেটি এখন ‘ট্রানজিট ক্যাম্প’ নামে পরিচিত। পুরো প্রক্রিয়া চলমান রয়েছে।’ তবে এই পুরো অভিযান নিয়ে এখন পর্যন্ত আসাম পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে। তথ্যসূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এসআই