আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫ ০২:৩৫ এএম
ভারতীয় ভ্রমণ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচার এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে সহায়তাকারীদেরও চিহ্নিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “যারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কার্যক্রমে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এমন মানবপাচার চক্র ভাঙতে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির মূল উদ্দেশ্য শুধু অবৈধ প্রবেশকারীদের সতর্ক করাই নয়, বরং যারা এই প্রবেশে সহায়তা করছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা। আইনের শাসন এবং নাগরিকদের সুরক্ষার জন্য এ নীতির বাস্তবায়ন জরুরি।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এই নিষেধাজ্ঞা শুধু সাধারণ আবেদনকারীদের জন্য নয়, বরং যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন, তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে হাজারো অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। কিছুদিন আগে একাধিক ভারতীয়কে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে করে ভারতে ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ভোরের আকাশ//হ.র