অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ১২:৫১ এএম
দখলদার ইসরায়েলের অবরোধে গাজায় ক্ষুধায় ৫৭ জনের মৃত্যু
গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও টানা সামরিক অভিযানের ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধের কারণে এখন পর্যন্ত অন্তত ৫৭ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই শিশু, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ।
সম্প্রতি, গাজা সিটির রান্তিসি হাসপাতালে জানান সালেহ আল-সাখাফি নামের এক শিশুকন্যা অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ইসরায়েলি অবরোধের ভয়াবহ মানবিক চিত্রের প্রতীক হয়ে উঠেছে ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১৮,৩৬৬ জন ।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অন্তত দুই বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইসরায়েল দাবি করেছে, তারা সিরিয়ার একটি সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে আঘাত হেনেছে ।
এই পরিস্থিতিতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে গাজার সীমান্ত খুলে দেওয়া হয়। তাদের ভাষায়, এই অবরোধ এখন আর কেবল একটি সামরিক অভিযান নয়-এটি একটি ‘ক্ষুধার যুদ্ধ’, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও অসহায় নাগরিকরা ।
ভোরের আকাশ//র.ন