আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:২০ এএম
ইসরায়েলে যুদ্ধ বিরোধী বিক্ষোভ, জিম্মি মুক্তির দাবিতে সরব জনতা
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন, “জিম্মিদের ফিরিয়ে আনুন, প্রয়োজনে যুদ্ধ বন্ধ করুন।”
শনিবার (২৫ মে) দিনভর রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হতে থাকেন।
তেল আবিবে আয়োজিত প্রধান বিক্ষোভে অংশ নেন জিম্মিদের স্বজনরাও। তাঁরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শুধু ন্যায্যতা চাই, আমাদের প্রিয়জনদের ফিরে চাই।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে প্রায় ১,৪০০ জনকে হত্যা করে এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সেই জবাবে ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালায় গাজায়।
এই অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, যাঁদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন লক্ষাধিক। যুদ্ধের অবসান ঘটাতে এর আগেও বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও তা টেকেনি। এবার ইসরায়েলি নাগরিকরাই সরব হয়েছেন যুদ্ধের বিরুদ্ধে।
বিশ্লেষকরা মনে করছেন, এই অভ্যন্তরীণ চাপ নেতানিয়াহু সরকারের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে।
ভোরের আকাশ//হ.র