আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১১:৩৭ পিএম
রাশিয়ার অস্ত্র রপ্তানি বাড়ানোর ঘোষণা পুতিনের
আন্তর্জাতিক অস্ত্রবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সমরাস্ত্র রপ্তানি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৪ মে) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
পুতিন বলেন, “আমাদের কাছে ক্রেতাদের বিপুল পরিমাণ অর্ডার জমে আছে। এসব অর্ডারের আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে আমাদের অস্ত্র উৎপাদন ও রপ্তানি সামনের দিনগুলোতে আরও বাড়বে।”
তিনি আরও জানান, প্রযুক্তিভিত্তিক আধুনিক সমরাস্ত্র—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) অস্ত্র তৈরির দিকে জোর দেবে রাশিয়া। পুতিনের ভাষায়, “ভবিষ্যতের যুদ্ধজয় নির্ভর করবে আধুনিক প্রযুক্তিনির্ভর অস্ত্রের ওপর, যেখানে প্রতিযোগিতা আরও তীব্র হবে। আমরা সেই প্রতিযোগিতায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।”
রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাবারুদসহ আধুনিক সব ধরনের অস্ত্র তৈরিতে খ্যাতি অর্জন করেছে। এসব অস্ত্রের বড় বাজার ভারত, চীন ও মিসর।
তবে ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার তৈরি অস্ত্রের একটি বড় অংশই বর্তমানে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বরাদ্দ করা হচ্ছে।
সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানি ৭.৮ শতাংশ হ্রাস পেয়েছে। অথচ ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই রপ্তানির হার ছিল ১৪ শতাংশেরও বেশি।
রুশ প্রেসিডেন্টের এই ঘোষণা অস্ত্র বাজারে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ আবারও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র