আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১১:৩০ পিএম
পাকিস্তান-ভারত আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ল
পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে আরোপিত আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে।
শুক্রবার (২৪ মে) পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ভারতের কোনো বিমান ২৪ জুন ২০২৫ সকাল ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের রেজিস্টারকৃত, পরিচালিত, মালিকানাধীন বা ভারতীয় সংস্থার লিজে থাকা বাণিজ্যিক ও সামরিক উভয় ধরণের বিমান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। আকাশসীমার মাটি থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
এদিকে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ও পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের নিবন্ধিত বা পরিচালিত যেকোনো বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
প্রসঙ্গত, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত গোলাগুলির ঘটনার পর থেকেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত ২৪ এপ্রিল পাকিস্তান প্রথম ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করে।
তথ্যসূত্র: ডন নিউজ
ভোরের আকাশ//হ.র