নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১১:১৬ এএম
সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাম্য ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। চলমান ‘চব্বিশের ফ্যাসিবাদী বিরোধী’ আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। যেই ছেলেটি মানুষের অধিকার আদায়ে লড়াই করছিল, তাকেই নিজের ক্যাম্পাসের পাশে নির্মমভাবে হত্যা করা হলো।
শিক্ষক নেতারা আরও বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং গোটা বিশ্ববিদ্যালয় ও দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার গভীর চক্রান্তের অংশ হতে পারে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে। অতীতেও এমন বহু ঘটনার বিচার না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।
তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ধারাবাহিকভাবে খুনের ঘটনা ঘটছে, বিশেষ করে বিএনপি ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। অথচ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।
শিক্ষকদের সংগঠন সাদা দল দাবি করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাম্য হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ সাম্যের পরিবারের সকল দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহনের দাবিও জানান তারা।
ভোরের আকাশ/আজাসা