কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০২:৪৩ পিএম
চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে মোকারম মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরা নিয়ে চাচা বাবুল ও ভাতিজা মোকারমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল, তার ছেলে মনির মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা মোকারমের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় মোকারমকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত মোকারম ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা।
মোকারমের আরেক চাচা হারুন মিয়া বলেন, মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। পরে বাবুল ও মনির ছুরি দিয়ে আঘাত করে মোকারমকে হত্যা করেছে। আমি বাধা দিতে গেলে আমিও আহত হই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনা থেকেই এই প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল ভোরের আকাশকে বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
ভোরের আকাশ/এসএইচ