হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৭:১২ পিএম
ডেভিল হান্ট অভিযানে: প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পুটিজুরি ইউনিয়ন শাখার ০৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আবুল কালামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি, যার নম্বর ১৩।
ভোরের আকাশ/এসআই