গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৪:২১ পিএম
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের দখল হয়ে যাওয়া জায়গা থেকে পাকা, আধা পাকা অবৈধ স্থাপনা ও টিনের তৈরি দোকান পাট উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রবীর বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
সড়ক বিভাগ ও পানি উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রায় দেড় যুগ ধরে স্থানীয় কিছু লোক নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি জমিতে এসব স্থাপনা গড়ে তোলে। তাদের এসকল স্থাপনা অপসারন করার জন্য বার বার নোটিশ করা হলেও তারা তা কর্ণপাত করেনি। সড়ক প্রশস্ত ও উন্নয়নের জন্য আজ এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় পানি উন্নয়য় বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রসাশনের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ারসার্ভিস ও পল্লিবিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই