আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৮:১৮ পিএম
কসবায় দুইশতাধিক দোকানপাট উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় বড় পরিসরের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেন স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে হঠাৎ উচ্ছেদ হওয়ায় ফুটপাতের দোকানদারগণ ক্ষোভ জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার- পরিজন নিয়ে চরম বিপাকে পড়বে বলে জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় মানুষজন চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ভোরের আকাশ/আমর