গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৩:২৭ পিএম
হ্যাকারের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সিম কার্ড ও মোবাইল জব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই হ্যাকার চক্রের বাড়িতে পৃথক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ২২১৩ সিমকার্ড, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শনিবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৬ মে) দিবাগত মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে থেকে এসব জব্দ করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে অভিযান চালানো হয়। পরিস্থিতি টের পেয়ে ওই গ্রামের চিহ্নিত হ্যাকার রনি মিয়া ও জুয়েল মিয়া পালিয়ে যায়।
পরে তাদের বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ২২১৩টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ