খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৮:৫৯ পিএম
খুলনায় গুলি ও ছুরিকাঘাতে ও সড়কে তিনজন নিহত
খুলনায় পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছে। রোববার রাতে নগরীর সোডাঙ্গা ও রুপসায় এবং সোমাবার সকালে ডুমুরিয়ার জিলেরডাঙ্গায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, রোববার (২৫ মে) রাত ১২ টার দিকে রূপসার মোছাব্বরপুর গ্রামে মোঃ রনি ওরফে কালো রনি নামের এক যুবকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পৃথক ঘটনায়, রোববার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার ২২তলা ভবণের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম নামের এক যুবক নিহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোলামের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রুপসা ও সোনাডাঙ্গা এলাকায় উত্তোজনা বিরাজ করছে ।
অন্যদিকে, ডুমুরিয়া উপজেলায় বাসের সাথে ইটবাহি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আজহারুল ইসলাম নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও তিনজন। সোমবার বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের সাথে খর্নিয়ার ইটভাটা থেকে ইট বোঝাই ট্রাক কৈয়ার দিকে যাওয়ার সময় জিলেরডাঙ্গায় বাসটি অতিক্রম করার সময় ট্রাকটি খাদে পড়ে গেলে চালক নিহত হয়। নিহত ট্রাক চালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।
ভোরের আকাশ/এসআই