পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০৪:৪৯ পিএম
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। পরে একটি আনন্দ র্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
ভোরের আকাশ/এসএইচ