খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৪:৪০ পিএম
মাটিরাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প সেমিনার
খাগড়াছড়িতে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক
আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা টিটু চন্দ্র ধর। সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা খাদিজা তাহিরাসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশীয় পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সর্বদা সব ধরনের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/জাআ