সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০১:০৭ পিএম
আজিজুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় প্রতি পক্ষের আঘাতে নিহত আজিজুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর নতুন পাড়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তারা আজিজুল হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।
বক্তারা বলেন, এক মাস পেরিয়ে গেলেও হত্যা মামলার কোন আসাসী গ্রেফতার করেনি পুলিশ। অথচ আসামি পক্ষের দেওয়া মিথ্যা লুটপাটের মামলার তদন্ত নিয়ে তৎপর তারা। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার চাই।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সোমবার দুপুরে আজিজুল তার নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতাসহ ডাল কাটার সময় প্রতিবেশী হাজী আশরাফ আলীর জায়গায় সেটি পরে। পাতা সংগ্রহ করতে গেলে প্রথমে আশরাফ এতে বাঁধা দেয় এবং আজিজুলের সাথে বাকবিতন্ডা শুরু হয়। পরে আশরাফ ও তার দুই ছেলে নুর মোহাম্মদ এবং নুরে আলমকে সঙ্গে নিয়ে এসে আজিজুলকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম ও রক্তাত্ত করে।
এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়। এই ঘটনায় আজিজুলের পিতা শামছুল হক বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভোরের আকাশ/এসএইচ