তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৩:৪৮ পিএম
স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় রেজাউল ইসলাম নামের এক যুবক স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেন। সোমবার সকালে রেজাউলের নিজ বাড়িতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, ২০১৯ সালে পারিবারিকভাবে রেজাউল ইসলামের বিয়ে হয় শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে মোসা. সাথী আক্তারের সঙ্গে। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে চার বছর।
রেজাউলের অভিযোগ, তার স্ত্রী শাশুড়ির প্ররোচনায় বারবার সংসারে অশান্তি সৃষ্টি করতেন। বহুবার সতর্ক করার পরও সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিশও হয়।
রেজাউল বলেন, রোববার বিকেলে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমি তাকে তালাক দেই। এরপর আমি নিজ বাড়িতে এসে ২০ লিটার দুধ দিয়ে গোসল করি, যাতে পাপমুক্ত হয়ে নতুন জীবন শুরু করতে পারি।
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, বিকেলে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক সম্পন্ন হয়। পরে রাত ৯টার দিকে আমরা বাড়িতে এসে আমার চাচাতো ভাই রেজাউলকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করাই, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে।
ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু বলেন, দীর্ঘদিন ধরে এ নিয়ে সালিশ-বৈঠক চলছিল। বহু চেষ্টার পরও কোনো সমঝোতা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতেই আজ তাদের তালাক সম্পন্ন হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ