পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ০৩:৩৮ পিএম
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
পিরোজপুরে বরিশাল পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় আরিফ নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ জানান, রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-বরিশাল সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দিলে চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা সুলতানা জানান, আরিফ নামে এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ