গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ০২:৩৭ পিএম
সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর হামলায় আহত ৩
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় তিনজন আহত হয়েছেন। গত রবিবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সীচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মোশারফ হোসেন এবং তার ভাই মোজাম্মেল হক ও ভাতিজা মোজা মিয়া। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সীচা গ্রামের মোশাররফ হোসেনের পরিবার ও তাদের প্রতিবেশী রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ মার্চ মোশাররফ হোসেনের বাড়িতে হামলা চালায় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
এসময় তাদের হামলায় মোশাররফ হোসেনসহ তার পরিবারের ৩ সদস্য আহত হন। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিবে।
ভোরের আকাশ/এসএইচ