বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ০২:১৭ পিএম
বরগুনা জেলা শ্রমিক লীগ নেতা হালিম গ্রেপ্তার
বরগুনা জেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক হালিম মোল্লা (৫২) কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান। হালিম মোল্লা দক্ষিণ বরগুনার ৬নং ওয়ার্ডের মোশাররফ হোসেন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে। এরমধ্যে বরগুনা থানায় গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান তিনি। তিনি ‘জয়বাংলা পরিষদ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন, লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হালিম মোল্লাকে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ