খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৪:২৩ পিএম
খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
পাহাড় আর সবুজ প্রকৃতির শহর খাগড়াছড়ি এবার যেন রঙিন হয়ে উঠেছে জ্ঞানের আলোয়। শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা, যার প্রতিপাদ্য: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”।
বুধবার দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। জ্ঞানচর্চার উৎসব উদ্বোধনী অনুষ্ঠানটিই যেন ছিল একটি প্রাণবন্ত জ্ঞান-উৎসব। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি তুলে ধরে।
বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশে বিজ্ঞান এক অনন্য মাত্রা যোগ করেছে ছোট ক্ষুদে বিজ্ঞানীরা ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে তাদের সৃজনশীল মেধাবিকাশ ও সুপ্ত প্রতিভায় বিকাল ঘটছে। তাদের এই ধারাবাহিকা ধরে রাখতে পারলে আগামীতে দেশ ও জাতি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন অতিথিরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোমানা আক্তার, এনএসআই যুগ্ন পরিচালক নাছির মুহাম্মদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ