চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৩:৫৮ পিএম
পাট উৎপাদন বৃদ্ধিতে চাষীদের প্রশিক্ষণ
বাগেরহাটের চিতলমারী উপজেলার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৫জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সময় প্রশিক্ষণ প্রদান করেন , ড.মনিরুজ্জামান অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট, মো. সিফাত আল মারুফ উপজেলা কৃষি অফিসার চিতলমারী, বাসুদেব হালদার পাট উন্নয়ন কর্মকর্তা খুলনা- বাগেরহাট অঞ্চল, শাপলা খাতুন মুখ্য পরিদর্শক পাট পরিদর্শক খুলনা- মোংলা, মুজিবর রহমান পরিদর্শক পাট খুলনা অঞ্চল, সাথী হালদার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিতলমারীপ্রমুখ।
বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন চিতলমারী এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর চিতলমারী। প্রশিক্ষণের পর উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল প্রশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থ ও উপকরণ তুলে দেন।
ভোরের আকাশ/আজাসা