বেতাগী প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৬:২৮ পিএম
বেতাগী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ ও ২০ মে) দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি হয়।
বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-আস্থা প্রকল্পের আয়োজনে বেতাগী উপজেলা যুব ফোরামের বেতাগী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ চলে।
বেতাগী যুব ফোরাম এর আহবায়ক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য ও বেতাগী প্রেস ক্লাব এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, মাঠ কর্মকর্তা কহিনুর বেগম ও আবিদা সুলতানা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুব ফোরামের ৩০ জন যুব সদস্য।
ভোরের আকাশ/জাআ