সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৬:৫৯ পিএম
প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টার খুলনার তত্ত্বাবধায়ক (উপপরিচালক) মো. শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজে প্রতিটি পেশার গুরুত্ব রয়েছে। কামার, কুমোর, দর্জি, মুচি, সুইপারসহ দশটি শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নানা কার্যক্রম পরিচালনা করছে। তারা আরও বলেন, কর্মের জন্য কাউকে ছোট করে দেখা উচিত নয়, বরং এসব পেশাজীবীদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব।
আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অতীশ সরকার, সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম প্রমুখ।
সভায় সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই