মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৪:৪৯ পিএম
মাগুরায় মিছিলের চেষ্টায় ছাত্রলীগ কর্মী আটক
মাগুরায় শুক্রবার (২৩ মে) ভোর সকালে শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে কিছু নেতাকর্মী মিছিল বের করার সময় ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
জান যায়, সকাল ৬টার দিকে ঢাকা রোড এলাকায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের বাড়ি সামনে কিছু লোক জড় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা কর্মীকে একটি ঝটিকা মিছিল বের করার জন্য প্রস্তুতির সময় একজন কে আটক করা হয়।
পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলা রাঘবদাইড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে তারা নাশকতা সৃষ্টির জন্য একটি ঝটিকা মিছিল এর জন্য প্রস্তুতির সময় মাগুরা জেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় এবং ঘটনা স্থলে থেকে সাখারুল ইসলাম শাকিল (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। আটক সাখারুল ইসলাম শাকিল রাঘবদাইড় ইউনিয়ন তেঘরিয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।
মিছিল ও আটকের বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী মুঠোফোনে জানান, শুক্রবার সকালে ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মী মিছিলের চেষ্টা করে আমরা সেখান থেকে একজনকে আটক করেছি।
আটককৃত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে কোন মামলা আছে নাকি জানতে চাইলে সদর থানা কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই, সে একজন কর্মী। তার বিরুদ্ধে মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সে পুলিশ হেফাজতে আছে।
ভোরের আকাশ/এসআই