কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৯:৩৪ এএম
টেকনাফের মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার শীর্ষ মানবপাচারকারী, বহু মামলার আসামি ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে (৫২)গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তার আব্দুল আলী একজন শীর্ষ মানবপাচারকারী ও অপহরণ চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। তিনি পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে নিরীহ লোকজন ধরে নিয়ে মুক্তিপণ আদায় করতেন।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র,সহকারী উপ পরিদর্শক মানস বড়ুয়া ও সহকারী উপ পরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌরসভা সংলগ্ন ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়।এসময় কৌশল অবলম্বন করে আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক,অপহরণ ও মানবপাচার আইনে নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
ভোরের আকাশ/আজাসা