জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০৪:৩১ পিএম
বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক বিএ-৯০৫৪ মেজর মো. নূরুল হুদা এর নেতৃত্বে আখালিয়াস্থ বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি’র সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি Diana 340 N-TEC Premium Air Rifle অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে অধিনায়ক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ