চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পিএম
চট্টগ্রামে চার রেস্তোরাঁ মালিককে জরিমানা
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট শাখার হাজী বিরিয়ানি হাউসকে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া, বিভিন্ন অনিয়মের কারণে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। অভিযানে মোট ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, অভিযানে গরু ও মহিষের পচাগলা ও দুর্গন্ধযুক্ত নলা জাতীয় মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, কাঁচা মাংস, খাবারের সঙ্গে রান্না করা খাবার রাখা, মেয়াদোত্তীর্ণ বোরহানি সংরক্ষণ, এবং অজ্ঞাত ও অপ্রচলিত মসলা ব্যবহারের দায়ে হাজী বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, এবিপি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্নতা ও খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ৬ হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁকে অপরিচ্ছন্নতা ও খাদ্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
ভোরের আকাশ/এসএইচ