ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ০৪:২৮ পিএম
পরিচয় মিলল ছাদ থেকে পড়ে নিহত সেই তরুণীর
পরিচয় মিলেছে ময়মনসিংহ নগরীর গাঙ্গীনারপাড় এলাকার ১৩ তলা বিশিষ্ট বনানী ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা যাওয়া সেই তরুণীর। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্রের কন্যা ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহের মুমিনুন্নেছা সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। বাবা মার সাথে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি কবরস্থান এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, নগরীর গাঙ্গীনারপাড় এলাকার ১৩ তলা বিশিষ্ট বনানী ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা যাওয়া তরুণীর মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চলছে। ওই ভবনে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ওই শিক্ষার্থীর যাতায়াত সম্বন্ধে নিশ্চিত হওয়া গেছে। তরুণী ওই ভবনে আসা-যাওয়া করতেন। তরুণীর লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত অনুসন্ধান চলছে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, তরুণী দুপুরে ১টা ১৪ মিনিটে নীল জামা পরিহিত অবস্থায় ওই ভবনে প্রবেশ করে। কয়েক মিনিট পরে লাফ দিয়ে ভবন থেকে পড়ে মারা যান তিনি।
ভোরের আকাশ/এসএইচ