ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ০৫:০৯ পিএম
ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আটক
ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষণের পলাতক আসামি পরিতোষ চন্দ্রকে আটক করেন।
শনিবার দুপুর ১২টায় দিনাজপুর র্যাব-১৩ ও ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত অপিন চন্দ্র রায়ের পুত্র পরিতোষকে (৪২) আটক করেন।
গত ২১ মার্চ মো. ইদ্রিস আলীর কন্যা রিক্তা মনিকে (১২) ধর্ষণ করেন পরিতোষ। এই ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে গত ২২ মার্চ ফুলবাড়ী থানায় নারী ও শিশু সংশোধন ২০২০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
ভোরের আকাশ/এসএইচ