চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ০৩:৩১ পিএম
চট্টগ্রামে মিমি সুপার মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে নগরীর অভিজাত শপিংমল মিমি সুপার মাকের্টের ৫ প্রতিষ্ঠানকে ভোক্তাবিরোধী অপরাধে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আড়ংকে কাগজপত্র দেখাতে একদিনের সময় দেওয়া হয়েছে।
শনিবার (২২ মার্চ) নগরের মিমি সুপার মার্কেটে চালানো অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
জানা যায়, অভিযানে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ক্রয় ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটের ‘ইলি’ নামক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা, একই অপরাধে ‘আকর্ষণ’ নামের প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, অননুমোদিত প্রসাধনী রাখায় মিসেস সাথী স্টোরকে ৮ হাজার টাকা, ইফতার বাজারে ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ ও দুগ্ধজাত খাদ্যের মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, দেশি পোশাক বিদেশি বলে বেশি দামে বিক্রি, ক্রয় ভাউচার না রাখা এবং অনুমোদিত প্রসাধনী বিক্রিসহ বিভিন্ন অপরাধে মিমি সুপার মার্কেটের ৫ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি বলেন, আড়ংয়ের শোরুমে বেশি দামে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে এসবের ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আমাদের কাছে একদিনের সময় চেয়েছেন। আজ রোববার ডকুমেন্ট নিয়ে অফিসে আসার কথা ছিল। সেই কারণে গতকাল শনিবার তাদের জরিমানা না করে সময় দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ