ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৮:৫১ পিএম
শ্রীপুরে স্কুল থেকে ছাত্রী অপহরণ, ৪দিন পরেও মেলেনি সন্ধান
গাজীপুরের শ্রীপুরে স্কুলে গিয়ে নিখোঁজ হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১৩)। ঘটনার চার দিন পরেও তার সন্ধ্যান করতে পারেনি পরিবার। ঘটনাটি গত শনিবার (২৪মে) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া উচ্চ বিদ্যালয়ে। নিখোঁজ জান্নাত ওই স্কুলের ষষ্ট শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ওই গ্রামের জিসান (২০), পিতা মো. কামাল হোসেন (৪৩) ও মা জেসমিন আক্তার (৪০)’র বিরুদ্ধে শ্রীপুর থানায় অপহরণের অভিযোগ করেছেন।
জানা যায়, অভিযুক্ত জিসান স্কুলে যাবার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করতো। এক পর্যায়ে জিসানের পরিবার বিয়ের প্রস্তাব দেয়। কিশোরী মেয়ের বিয়েতে রাজী হয়নি জান্নাতের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে জিসান স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। লজ্জা ঘৃণায় জান্নাতের স্কুলে যাওয়া অনেকটাই বন্ধ হয়ে পড়ে।
এর আগে, গত ২১মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জান্নাত বাড়ির পাশে জসিমের দোকান থেকে কয়েল ও বিস্কুট আনতে যায়। এ সময় জিসান ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। ডাক চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা সটকে পড়ে। এর তিন দিন পর গত শনিবার (২৪মে) স্কুল থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়।
ভিকটিমের মা জানান, জিসানের উৎপাতে আমার মেয়ের লেখাপড়া বন্ধের পথে। ঘটনার দিন সকালে আমি তাকে স্কুলে দিয়ে আসি। টিফিনের সময় সে বাহিরে এলে জিসান ও তার লোকজন আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের বাড়ি ফিরতে দেরি হলে স্কুলে গিয়ে অপহরণের কথা জানতে পারি। জিসান তাকে অপহরণের পর তার বাবা-মা’র সহায়তায় অজ্ঞাত স্থানে রেখেছে। আমি অনেক চেষ্টা করেও মেয়ের কোন সন্ধান করতে পারি নাই।
স্কুলের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র সরকার জানান, ওই ছাত্রী নিখোঁজের বিষয়টি জেনেছি। তার মা বিষয়টি জানিয়েছে। স্কুলের অন্য শিক্ষকদের মাধ্যমেও জেনেছি। মেয়েটি সন্ধানে চেষ্টা করছি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আ. লতিফ জানান, অভিযোগটি তদন্ত করেছি। অভিযুক্তরা পলাতক রয়েছে। মোবাাইলেও যোগাযোগ করতে পারিনি। অভিযুক্তদের সিডিআর সংগ্রহের চেষ্টা করছি।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কাজ করছেন।
ভোরের আকাশ/জাআ