গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৮:২৫ পিএম
গাজীপুরে স্টাইল ক্র্যাফ্ট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা
গাজীপুরে ষ্টাইলক্র্যাপ্ট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের উপর হামলায় চার নারী শ্রমিক আহত হয়ে হাসপাতালে। হামলাকারীদের আটকের পর ছেড়ে দেওয়ায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইদ্রস আলী ও সাধারণ সম্পাদক মোঃ কাজী রুহুল আমিন।
রোববার (১১ মে) গাজীপুরের স্টাইল ক্র্যাফ্ট লিমিটেডের শ্রমিকদের উপর মালিক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদ্বারা নৃশংস হামলাকাদের গ্রেফতারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন নারী শ্রমিকদের পড়নের বস্ত্র সভ্রমহানী ও হামলা করে সন্ত্রাসীরা। গুরুতর আহত মোছাঃ শাহিনুর আক্তার, মোছাঃ সাহিদা বেগম এবং সুমিয়া খাতুনসহ চার নারী শ্রমিককে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে গেলে তাৎক্ষণিক ভাবে চারজন হামলাকারীকে আটক করলেও তা পরে তাদের ছেড়ে দেয়। সন্ত্রাসীদের আটকের পর ছেড়ে দেওয়া নিন্দনীয় এবং সমালেচনার বিষয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
উক্ত বিবৃতিতে উল্লেখ্য করা হয় যে, শ্রমিকদের পাওনা ২ কোটি টাকা আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে নানামুখি ষড়যন্ত্র ও চক্রান্ত অংশ এ হামলা। উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ৭ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধ না করে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিছে মালিকপক্ষ। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় মালিকরা এ ধরনের কর্মকান্ড করতে পারছে।
তাই শ্রমিক নেতৃবৃন্দ বলেন অতিলম্বে নারী শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামবেন বলে হুসিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে গুরুত্বর অবস্থায় ভর্তিকৃত ঐ চার নারী শ্রমি কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এবং তাদের পরিবারের স্বজনদের সাথে যোগাযোগ হচ্ছে।
ভোরের আকাশ/এসআই