বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৮:২৯ পিএম
শার্শায় জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশ অনুষ্ঠিত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, যুগে যুগে আলেমদের জ্ঞান পরিশ্রম ও ত্যাগ জাতি গঠনের সহ্যায়ক। তাই বৈষম্য হীন দূর্নীতি মুক্ত ও সুবিচার পূর্ণ সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৭ মে) বিকালে নাভারণ দারুল আমান ট্রাস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার আয়োজনে এই উলামা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
শার্শা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা এম মাসুম বিল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান। এসময় যশোর জেলা ওলামা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান, শার্শা ইউনিয়ন জামায়াতে আমির উপাধ্যক্ষ মাওলানা আবু ইয়াহীয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামের উলামা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 3
ভোরের আকাশ/এসআই