টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১২:৫০ পিএম
ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল
ওয়ারিয়র্স অফ জুলাই, টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে আহত যোদ্ধাদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে আহত যোদ্ধাদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব নবাব আলী বলেন, ‘জুলাইয়ে আহত যোদ্ধা ও শহীদদের রক্তের দাবি রেখে বলছি, এই নতুন বাংলাদেশের জন্য আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সংগ্রামের ঐতিহ্যবাহী টাঙ্গাইল বরাবরই ন্যায়ের পক্ষে সোচ্চার, ২০১৮ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনসহ ২০২৪ সালের চূড়ান্ত বিজয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। টাঙ্গাইলের ৯ জন শহীদের রক্ত বৃথা যেতে পারে না। রূপান্তরিত এক সভ্য বাংলাদেশের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। যদি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে টাঙ্গাইলের সকল যোদ্ধারা আবার রাজপথে নামবে। একইসঙ্গে আহতদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতেই হবে।’
শহীদ আহনাফের বোন বলেন, বাংলাদেশে যেন আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে না পারে-এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক সোলাইমান হোসেন। এসময় জুলাই-আগস্ট আন্দোলনের আহত যোদ্ধারা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শহীদ মারুফের মা, শহীদ ইসমাইলের ছেলে, শহীদ লাল মিয়ার পরিবার এবং শহীদ সাদিকের বাবা-মা। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই টাঙ্গাইল জেলার সংগঠক জুবায়ের আহমাদ (সিয়াম), মুখপাত্র সুজন, যুগ্ম আহ্বায়ক খোকন আহম্মেদ, আব্দুল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ