গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৮:৫৫ পিএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাস চাপায় রিকশাচালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বাসের ওভারটেকিং এর সময় মাঝে চাপা পড়ে মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এসময় রিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৬ মে) বিকাল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশা চালক মিলন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
এ সময় রিকশায় থাকা গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শামসুল হক ও অফিস সহায়ক আশরাফুল আলমকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই সময় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় রংপুর থেকে বগুড়ামুখী যাত্রীবাহী দুটি বাস একটি অন্যটিকে ওভারটেক করতে গেলে বাস দুটির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশা চালক মিলন ব্যাপারি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘাতক বাস দুটি আটক করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ