খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৬:১৭ পিএম
খুলনায় ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানী তেলবাহি লরির সংঘর্ষে ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দূঘটনা ঘটে।
নিহতরা হলেন-কয়রা উপজেলার মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলাম, তার সঙ্গী আঃ রশিদ ও মহেন্দ্রের ড্রাইভার রফিকুল ইসলাম।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকতা শাহ জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানী তেলবাহি লড়ির সাথে ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত হন আরও ৭জন। গুরুত্বর অবস্থায়আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা জানান, উপজেলার গোলনা নামক স্থানে থ্রি হুইলার মহেন্দ্র ও ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন মারা গেছেন। নিহতদের গ্রামের বাড়ি কয়রা উপজেলায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভোরের আকাশ/এসআই