সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ০৪:০৮ পিএম
সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউ.পি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার সময় দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা এবং মাদকদ্রব্য গাঁজা পরিমাপে ব্যবহৃত সাদা রংয়ের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার পূর্বক জব্দ করেন।
সোমবার এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানার মামলা করা হয়েছে এবং আদালতে সোপোর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিংগাইর থানার গাজিন্দা গ্রামের আরমান মিয়ার স্ত্রী বিপাশা, ভেদরগঞ্জ থানার গরীবের চর গ্রামের সালাউদ্দিনের ছেলে মো. রাসেল ও গফরগাঁও থানার দত্তের বাজার গ্রামের মৃত ফারুক হোসেন স্ত্রী নাজমা বেগম।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া সাকিনস্থ বিপাশার বাড়ির চৌচালা টিনের বসতঘর থেকে থেকে ৯ কেজি গাঁজাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/এসএইচ