গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৯:০৫ এএম
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং সাবেক পিপি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা পৌর এলাকার পশ্চিমপাড়া নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরের আকাশ/এসএইচ